মাতৃগর্ভে শিশু স্বচ্ছন্দে বেড়ে উঠে। শিশুর সেখানে দৈহিক বিকাশ হয়। আর শিশুর মানসিক বিকাশের রাজ্য, সেখানে মার্তৃভাষার রাজত্ব প্রয়োজন। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা শিশুকে মানসিকভাবে আত্মবিশ্বাসী করে। গবেষণায় দেখা গেছে এর ফল সুদুরপ্রসারী। যা ভবিষ্যতে আজকের শিশুর ব্যক্তিত্ব গঠনে, কর্মক্ষেত্রে, আন্ত সম্পর্কে এবং আত্মসম্মান বজায় রাখতে অনাগত দিন গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বিশ্বায়নের যুগে আজকের শিশুরা প্রত্যেকেই বিশ্বনাগরিক। মানুষ প্রয়োজনে বহু ভাষা শেখে, বহু দেশে যায়, তারপরও তার মনজমিনে রয়ে যায় মাতৃভাষার জলছাপ। মায়ের ভাষায় উচ্চারণের তৃপ্তি কোথাও পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত শিশুরা মাতৃভাষায় সগর্বে কথা বলুক, এমন এক দিনের স্বপ্ন দেখতে দোষ কি? ভাষা মুক্তি পাক স্বমহিমায়। বিশ্বের প্রথম মারমা ভাষায় লেখা শিশুতোষ গল্পের বইয়ের প্রকাশনা উৎসবে আপনারা সবাই আমন্ত্রিত।
দেখা হচ্ছে আগামী ৪ঠা আগস্ট ২০২১, বাংলাদেশ সময় সন্ধ্যে ৭.৩০ এ।
জুম লিংক: